বাংলা সাহিত্যের ইতিহাস

আনুমানিক ৯০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময় বাংলা সাহিত্যের উৎপত্তি, যার প্রথম নিদর্শন চর্যাপদ। সেই থেকে বর্তমান পর্যন্ত দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। যাত্রাপথে দুহাজার বছর অতিক্রান্ত। এই দীর্ঘ সময়কে সাহিত্যবীদরা নানান ভাগে ভাগ করেছেন। প্রাথমিক ভাবে যার তিনটে বিভাগ। প্রচীন যুগ, মধ্য যুগ এবং আধুনিক যুগ। 

৯০০ থেকে ১৩৫০ পর্যন্ত প্রাচীন যুগ, ১৩৫১ থেকে ১৮০০ পর্যন্ত মধ্যযুগ এবং ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত সময়কাল হল আধুনিক যুগ। আমরা ৯০০ থেকে ১৮০০ পর্যন্ত এই সময়কালকে অর্থাৎ প্রাচীন এবং মধ্য যুগ একসঙ্গে ‘প্রাগাধুনিক যুগ‘এর মধ্যে রেখেছি। এখানে চর্যাপদ থেকে শুরু করে অন্নদামঙ্গল পর্যন্ত সমস্ত বাংলা সাহিত্যগুলোর আলোচনা রয়েছে। 

১৮০১ থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগকে আমরা তিনটি ভাগে ভাগে করে নিয়েছি – ‘আধুনিক যুগ – উনিশ শতক‘ (১৮০১-১৯০০), ‘আধুনিক যুগ – বিশ শতক‘ (১৯০১ থেকে ২০০০) এবং ‘আধুনিক যুগ – একুশ শতক‘ (২০০১ – বর্তমান)। প্রতিটি পর্বকে – কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাময়িকপত্র ইত্যাদি পর্বে ভাগ করে আলোচনাগুলোকে রাখা হয়েছে, খুঁজে পাওয়ার সুবিধার্থে। নীচের বিভাগগুলোতে ক্লিক করে নির্দিষ্ট পেজে যান…

প্রাগাধুনিক যুগ

চর্যাপদ থেকে ১৮০০ শতকের পূর্বে পর্যন্ত বাংলা সাহিত্য এবং তাদের ইতিহাস। এখানে ক্লিক করুণ...

আধুনিক যুগ - উনিশ শতক

১৮০১ শতক থেকে ১৯০০ পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস। এখানে ক্লিক করুণ...

আধুনিক যুগ - বিশ শতক

১৯০১ থেকে ২০০০ পর্যন্ত আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস। এখানে ক্লিক করুণ...

আধুনিক যুগ - একুশ শতক

২০০১ থেকে বর্তমান পর্যন্ত আধুনিক বাংলা সাহিত্যের ইতিহা। এখানে ক্লিক করুণ...